Breaking News

USD BUY & SELL CONTUCT : 01814812686

Tuesday, February 23, 2016

অর্জিনাল ও কপি মোবাইল চিনুন খুব সহজেই ।

আমরা অনেকেই অনেক নামি দামি কোম্পানির মোবাইল ফোন কিনে থাকি ভালো একটা কোম্পানির মোবাইল কিনতে মোটা অংকের টাকা গুনতে হয় আর আমাদের কেনা ফোন গুলোর গুনগত মান কিংবা অর্জিনাল সম্পর্কে সন্ধেহ থেকেই যায়। এখনকার বাজারে যে ভাবে নকল বা কপি অথবা মাস্টার কপি বের হচ্ছে তাতে করে ভাল ফোন চিনার উপায় খুব একটা বেশি জানা নাই  যাই হোক আজ আমি আপনাদের শিখাবো  কি ভাবে চিনবেন  কোনটি কপি আর কোনটি  অর্জিনাল।
NOKIA,SAMSUNG,IPHONE,HUAWEI,LG,HTC যে কোন ব্রান্ডের ফোন কিনে যাতে আপনাদেরকে ধরা খেতে না হয় সে জন্য আপনাদেরকে অনেক কিছুর আশ্রয় নিতে হবে  কিন্তু আমার টিপ্স সেটার আর প্রয়োজন হবে না। আপনার ফোন এর  imei number দিয়েই সহজেই মোবাইলের যাবতীয় তথ্য বের হয়ে যাবে।যদি  ফোনের সকল তথ্য সঠিক ভাবে বের হয় তা হলে বুজবেন সেটা  অর্জিনাল ফোন। আর আজে বাজে কিছু আসলে ধরে নিতে হবে এটার মাঝে ভেজাল আছে।



প্রথমে ফোনের *#06# চাপুন। দেখবেন ১৫ টি সংখার imei নাম্বার আসছে। 

তারপর এই লিংকে যান  এখানে যান 
নিচের ছবির মত এরকম একটা পেজ আসবে 

লাল ঘরের ভিতর যে ফাকা যায়গা দেখবেন সেখানে এই ১৫টি সংখা বসিয়ে check চাপুন

নতুন একটা পেজ আসবে
এখানে আপনার ফোন এর সব যদি ঠিক ঠাক আসে তা হলে এটা অর্জিনাল,আর আজে বাজে আসলে এটা  কপি

বিঃদ্রঃ অনেক সময় মাস্টার কপি ফোনে ও সব ঠিক দেখায় ।

No comments:

Post a Comment

Adbox