Breaking News

USD BUY & SELL CONTUCT : 01814812686

Thursday, March 10, 2016

Android CamScanner -Phone PDF Creator

এখন আপনার মোবাইল দিয়েই যে কোন কিছু স্ক্যান করতে পারবেন ছোট্ট একটা সফটওয়্যার দিয়ে




সফটওয়্যার টির নাম CamScanner -Phone PDF Creator 
Android ব্যবহার কারিদের জন্য চমৎকার একটা CamScanner -Phone PDF Creator সফটওয়্যার ফুল ভার্সন!এখন ডকুমেন্ট স্ক্যান করতে আর স্ক্যানার লাগবে না।ডকুমেন্ট স্ক্যান করতে ডিভাইস হিসেবে সাধারণত ‘স্ক্যানার’ ব্যবহার করা হয়।এখন আপনার মোবাইল দিয়েই যে কোন কিছু স্ক্যান করতে পারবেন খুব সহজেই। জন্য ফোনে থাকতে হবে অ্যাপ ‘ক্যামস্ক্যানারএবং ক্যামেরা ।
মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ছবি ক্যামস্ক্যানের সাহায্যে স্ক্যান কপিতে রূপান্তরিত হবেতোলা ছবির সঙ্গে এভাবে স্ক্যান হওয়া ডকুমেন্টের প্রধান পার্থক্য হচ্ছে এটি স্মার্ট ক্রপিং এবং অটো ইমেজের মান বাড়াবে। স্ক্যান করা ইমেজের টেক্সট  গ্রাফিক্সের রেজল্যুশনের মানও অনেক বেড়ে যায়।আর যদি আপনি  ক্যামস্ক্যানারের সাইটে লগইন করে রাখেন তা হলে আপনার স্ক্যান করা ফাইলগুলো ক্লাউডে সংরক্ষিত থাকবে পরবর্তীকালে এসব ফাইল স্মার্টফোনট্যাবলেট  কম্পিউটার দিয়ে ব্যবহার করা যাবে ক্যামস্ক্যানারের ফুল ভার্সন ব্যবহার করতে হলে আপনাকে লাইসেন্স কিনতে হবে। গুগল প্লে স্টোরে যার দাম .৯৯ ডলার। আমি আপনাদের লাইসেন্স টি ফ্রীতে দিলাম


ক্যামস্ক্যানার ডাউনলোড লিঙ্ক – CamScanner.apk – 14.4MB
ক্যামস্ক্যানার লাইসেন্স ডাউনলোড লিঙ্ক –   CamScanner (License).rar – 3.7 MB

ডাউনলোড হয়ে গেলে প্রথমে ক্যামস্ক্যানার ইন্সটল করুন। তারপর লাইসেন্সটি ইন্সটল করে ক্যামস্ক্যানারকে ফুল ভার্সন করে নিন ব্যাস এইবার মজা লুটেন

No comments:

Post a Comment

Adbox